লালন ফকীর রচিত গান নং ৩৬০

ছিঃ ছিঃ লজ্জায় প্রাণ বাঁচেনা ।
ভরা কলসের জল ঢলে যেন পড়েনা ।।
রাধে লো তোরে করিরে মানা কদমতলায় আর যেয়োনা ।
কদমতলা গেলে তোমার বসন আর থোবে না ।।
রাধে লো তোরে করি রে মানা কৃষ্ণের সঙ্গে প্রেম করোনা ।
কৃষ্ণের সঙ্গে করলে প্রেম সর্বসখি গছবে না ।।
রাধে লো তোরে করি রে মানা কালার সঙ্গে কথা বলো না ।
লালন বলে সর্বাঙ্গ বেঁধে দেবে তোমায় ছাড়বে না ।।