লালন ফকীর রচিত গান নং ৩৪৫

চাতক বাচে কেমনে ।
শুদ্ধ মেঘের বরিষন বিনে ।।
কোথায় হে নব জলধর চাতকিনী মলো এবার ।
ও নামে কলঙ্ক তোমার বুঝি হলো ভুবনে ।।
তুমি দাতা শিরোমণি আমি চাতক অভাগিনী ।
তোমা বৈ অন্য না জানি রেখো স্মরণে ।।
চাতক মলে যাবে জানা ও নামের গৌরব রবেনা ।
জল দিয়ে করো সান্তনা অবোধ লালনে ।।