চারটি চন্দ্র ভাবের ভুবনে ।
তার দুটি চন্দ্র প্রকাশ্য হয় তাই জানে অনেক জনে ।।
যে জানে সে চাঁদের ভেদকথা বলবো কী তার ভক্তির ক্ষমতা ।
চাঁদ ধরে পায় অন্বেষণ সে চাঁদ না পায় গুণে ।।
এক চন্দ্রে চার চন্দ্র মিশে রয় ক্ষণে ক্ষণে বিভিন্ন রুপ হয় ।
মণিকোঠার খবর জানলে সকল খবর সেই জানে ।।
ধরতে চায় মূলচন্দ্র কোনজন গরলচন্দ্রের করো নিরুপণ ।
সিরাজ সাঁই কয় দেখরে লালন বিষামৃত মিলনে ।।