লালন ফকীর রচিত গান নং ৩৪৮

চাঁদে চাঁদে চন্দ্রগ্রহণ হয় ।
সে চাঁদের উদ্দেশ পায়না রসিক মহাশয় ।।
চাঁদের রাহু চাঁদেরই গ্রহণ সে বড়ো করণকারণ ।
বেদ পড়ে তার ভেদ অন্বেষণ পাবে কোথায় ।।
রবি শশী বিমুখ থাকে মাসান্তে সুদৃষ্টি দেখে ।
মহাযোগ সেই গ্রহণযোগে আমার বলতে লাগে ভয় ।।
কখনো রাহুরুপে ধরে কোন চাঁদে কোন চন্দ্র ঘেরে ।
ফকীর লালন কয় সেই স্বরুপ দ্বারে দেখলে দেখা যায় ।।