ব্রজলীলে একী লীলে ।
কৃষ্ণ গোপীকারে জানাইলে ।।
পারে নিজশক্তিতে গঠলেন নারায়ণ আবার গুরু বলে ভজলে তার চরণ
একী ব্যাবহার শুনতে চমৎকার জীবের বোঝা ভার ভূমণ্ডলে ।।
লীলা দেখে কম্পিত ব্রজধাম নারীর মান ঘুচাতে যোগী হলেন শ্যাম ।
দুর্জয় মানের দায় বাঁকা শ্যামরায় নারীর পাদপদ্ম মাথায় নিলে ।।
ত্রিজগতের চিন্তা শ্রীহরি আজ কি নারীর চিন্তায় হলেন গো হরি ।
অসম্ভব বচন ভেবে কয় লালন রাধার দাসখতে শ্যাম বিকাইলে ।।