ব্রজের সে প্রেমের মরম সবাই কি জানে ।
শ্যামাঙ্গ গৌরাঙ্গ হলো যে প্রেম সাধনে ।।
বিশেষ আর সামান্য রতি উজান চলে মৃণালগতি ।
বিশেষে সেদে রতি হয়গো সামান্যে ।।
প্রেমসই কমলিনী রাই কমলাকান্তে কামরুপ সদাই ।
সাধে প্রেম এই দুজনায় প্রণয় কেমনে ।।
সামান্যে কি হয় রাইরতি দান শ্যামরতির কি হয় বিধান ।
ফকীর লালন বলে তার কি সন্ধান হয় গুরু বিনে ।।