বড় নিগমেতে আছেন গোসাঁই ।
যেখানে আছে মানুষ চন্দ্র সূর্যের বারাম নাই ।।
চন্দ্রসূর্য যে গড়েছে ডিম্বরুপে সেই ভেসেছে ।
একদিনের হিল্লোলে এসে নিরঞ্জনের জন্ম হয় ।।
হাওয়া দ্বারী দেলকুঠুরী মানুষ আছে স্বর্ণপুরী ।
শূণ্যাকারে শূণ্যপুরী মানুষ রয় মানুষের ঠাই ।।
আত্মতত্ব পরমতত্ব বৃন্দাবনে নিগূঢ় অর্থ ।
লালন বলে নিগূঢ় পদার্থ সেই ধামেতে মানুষ নাই ।।