লালন ফকীর রচিত গান নং ৫৮৪

বনে এসে হারালাম কানাই ।
কী বলবে মা যশোদায় ।।
খেললাম সবে লুকোলুকি আবার হলো দেখাদেখি ।
কানাই গেলো কোন মুল্লুকি খুজে নাহি পাই ।।
শ্রীদাম বলে নেবো খুজে লুকাবে কোন বন মাঝে ।
বলাই দাদা বোল বুঝে সে দেখা দেনা ভাই ।।
সুবল বলে পলো মনে বলেছিলো একই দিনে ।
যাবে গুপ্ত বৃন্দাবনে গেলো বুঝি তাই ।।
খুজে খুজে হলাম সারা কোথায় গেলি মনচোরা ।
আর বুঝি দিবিনা ধরা লালন বলে একী হলো হায় ।।