বলগো সজনী আমায় কেমন সেই গৌর গুণমণি ।
জগতজনার মন মজায়ে করে পাগলিনী ।।
একবার যদি দেখতাম তারে রাখতাম সে রুপ হৃদয়পুরে ।
রোগশোক সব যেতো দূরে শীতল হতো তাপিত প্রাণী ।।
মনমোহিনীর মনোহরা দেখলি কোথায় সেই যে গোরা ।
আমায় লয়ে চলগো তোরা দেখে শীতল হই গো ধনী ।।
নদেবাসীর ভাগ্য ভালো গৌর হেরে মুক্তি পেলো ।
অবোধ লালন ফাঁকে পলো না পেয়ে সে চরণখানি ।।