লালন ফকীর রচিত গান নং ৫৬৪

বল রে বলাই তোদের ধর্ম কেমন হারে ।
তোরা বলিস সব রাখাল ঈশ্বরই গোপাল মানিস কই রে ।।
বনে যত বনফল পাও এটো করে গোপালকে দাও ।
তোদের এ কেমন ধর্ম বল সেই মর্ম আজ আমারে ।।
গোষ্ঠে গোপাল যে দুঃখ পায় কেঁদে কেঁদে বলে আমায় ।
তোরা ঈশ্বর বলিস যার কাঁধে চড়িস তার কোন বিচারে ।।
আমাকে বুঝারে বলাই তোদের তো সেই ভাব দেখি নাই ।
লালন বলে তার ভাব বোঝা ভার এ সংসারে ।।