লালন ফকীর রচিত গান নং ৫৮৩

বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে ।
গুরুগত প্রেমের প্রেমিক না হলে সে ধন পায়না রে ।।
একই ইশকুলে পড়ে দশজনে সে বাসনা গুরুমনে ।
সব করে সমান সমানে কেউ পরে এসে আগে গেলো পরীক্ষা পাশ করে ।।
বাংলা পুঁথি কতজন পড়ে আরবি ফারসি নাগরী বুলি কে বুঝিতে পারে ।
শিখবি যদি নাগরী বুলি আগে বাংলাশিক্ষা লওগা করে ।।
বিশ্বম্ভর বিষপান করে তাড়কায় বিছা হজম করে কাকে কি তাই পারে ।
ফকীর লালন বলে রসিক হলে বিষ খেয়ে বিষ হজম করে ।।