লালন ফকীর রচিত গান নং ৫৮৮

ভজো রে জেনে শুনে নবীর কলেমা কালেন্দা আলী হন দাতা ।
ফাতেমা দাতা কী ধন দানে ।।
নিলে ফাতেমার স্মরণ ফতেহ হয় করণ ।
আছে ফরমান সাঁইর জবানে ।।
সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন সবারই যুগে যুগে মাতা হন যুগেশ্বরী ।
সুযোগ না বুঝিয়ে কুযোগে মজিয়ে জীব মারা গেলো ঘোর তুফানে ।।
শুনেছি মা তুমি অবিম্বধারী বেদান্তের উপর গম্ভু তোমারই ।
তোমার গম্ভু বোঝা ওরে মন আমার ভুলে রইলাম ভবের ভাবভূষণে ।।
সাড়ে সাত পন্তি পথের দাড়া আদ্যপন্তি তার আদ্য মূলগোড়া ।
সিরাজ সাঁইর চরণ ভুলে রে লালন অঘাটেতে মারা যাচ্ছে কেনে ।।