লালন ফকীর রচিত গান নং ৫৯৩

ভজা উচিত বটে ছড়ার হাড়ি ।
যাতে শুদ্ধ করে ঠাকুরবাড়ি ।।
চণ্ডীমণ্ডপ আর হেসেল ঘর দুয়ার ।
কেবল শুদ্ধ করে ছড়ার নুড়ি ।।
ছড়ার হাদির জল ক্ষণেক পরশে ফল ।
ক্ষণেক ছুসনে বলে করো আড়ি ।।
ছড়ার হাড়ির মতো আছে আরো এক তত্ব ।
লালন বলে জাগাও আগে বুদ্ধির নাড়ি ।।