লালন ফকীর রচিত গান নং ৫৯৫

ভেবোনা ভেবোনা ও রাই আমি এসেছি ।
আমি যে তোমায় বড় ভালবাসি ।।
তুমি ভালবাসো মনে মনে আমি বাসি তোমায় প্রাণে প্রাণে ।
শয়নে কি স্বপনে তোমায় না হেরিলে বৃন্দাবনে ছুটে আসি ।।
খুজলে পাবে কোথা বনে আসা যাওয়া আমার নিষ্ঠুর মনে ।
কখনো থাকি শ্রী বৃন্দাবনে কখনো গোচারণে কখনো বাজাই বাঁশি ।।
মনে করো ও কমলিনী তুমি তো প্রেমের সোহাগিনী ।
তাইতে লালন ভনে প্রেমকাহিনী রাইপ্রেমে মগ্ন দিবানিশি ।।