লালন ফকীর রচিত গান নং ৬০১

ভালো এক জলসেচা কল পেয়েছো মনা ।
ডুবারু জন পায় সে রতন তোর কপালে ঠনঠনা ।।
ইন্দ্রিয় দ্বারে কপাট যে দেয় সেই বটে ডুবারু হয় নইলে হবেনা ।
আপা সেচা কাঁদা খচা কী এক ভূতের কারখানা ।।
মান সরোবর নামটি গো তার লালমতি আছে অপার তায় ডুবতে পারলে না ।
ডুবতে যেয়ে খাবি খেয়ে সুখটা বোঝো তৎক্ষণা ।।
জল সেচে নদী শুকায় কার বা এমন সাধ্য হয় পায় পরশখানা ।
লালন বলে সন্ধি পেলে যায় সমুদ্র লঙ্ঘনা ।।