লালন ফকীর রচিত গান নং ৬০০

ভাবের উদয় যেদিন হবে ।
সেদিন হৃৎকমলে রুপ ঝলক দেবে ।।
ভাবশূণ্য হইলে হৃদয় বেদ পড়িলে কী ফল হয় ।
ভাবের ভাবী থাকলে সদাই গুপ্তব্যাক্ত সব জানা যাবে ।।
দ্বিদলে সহস্রদল একরুপে করেছে আলো ।
সেইরুপে যে নয়ন দিলো মহাকাল শমনে কী করিবে ।।
অদৃশ্য সাধন করা যেমন আঁধার ঘরে সর্প ধরা ।
লালন কয় সে ভাবুক যারা জ্ঞানের বাতি জ্বেলে সে চরণ পাবে ।।