বেজো নারীর ছেলে মলো একী হলো দায় ।
মরা ছেলের কান্না দেখে মোল্লাজি ডরায় ।।
ছেলে মলো তিনদিন হলো ছেলের বাবা এসে জন্ম নিলো ।
বাপের জন্ম ছেলে দেখলো একী হলো হায় ।।
দাই মেরে ফয়তা করে নাপিত মেরে শুদ্ধ হয়রে ।
মোল্লাজির কাল্লা কেটে জানাজা পড়ায় ।।
লালন ফকীর ভেবে বলে দেখলাম মরা ভাসে মরার ঘাটে ।
আবার মরায় মরায় সাধন করে মরায় ধরে খায় ।।