বারো তাল উদয় হলো আমি নাচি কোন তাল ।
ভবে এসে ভাবছি বসে হারা হয়ে বুদ্ধিবল ।।
কেউ বা বলে খ্রীস্টানী সেই ধর্ম সত্য জানি ।
ভজগে যেয়ে ঈসা নবী মুক্তি পাবি পরকাল ।।
কেউ বলে নামাজ পড়ো কেউ বা বলে মানুষ ভজো ।
বাপদাদার চালচরিত্র চলরে ভেড়ো মেনে চল ।।
না করিলাম শরীয়ত না করিলাম মারেফত ।
লালন বলে আখের যেতে হতে হবে দায়মাল ।।