আশেক বিনে রসুলের ভেদ কে আর পোছে ।
জিজ্ঞাসিলে খলিফায় কয় রসুল বলেছে ।।
মাশুকে যে হয় আশেকী খুলে যায় তার দিব্য আঁখি ।
নফসে আল্লা নফসে নবী দেখবে অনায়াসে ।।
যিনি মোর্শেদ রসুলাল্লাহ সাবুদ কোরাণ কালামুল্লাহ ।
আশেকে বলিলে আল্লাহ তাও হয় সে ।।
মোর্শেদের হুকুম মানো দায়েমি নামাজ জানো ।
রসুলের ফরমান মানো লালন তাই রচে ।।