আর তো কালার সে ভাব নেইকো সই ।
সে না ত্যাজিয়ে মদন প্রেমপাথারে খেলছে সদাই প্রেমঝাপুই ।।
অগুরু চন্দন ভূষিত সদাই সেই কালাচাঁদ ধুলায় লুটায় ।
থেকে থেকে বলছে সদাই সাঁই দরদী কই গো কই ।।
সংসার বৃঞ্চি আদি যার আচলা ঝোলা গেরুয়া কৌপিন সার ।
প্রভু শেষলীলা করিলেন প্রচার আনকা আইন দেখনা ঐ ।।
বেদবিধি ত্যাজিয়ে দয়াময় কী নতুন ভাব আনলেন নদীয়ায় ।
অধীন লালন বলে আমি সে তো ভাব জানিবার যোগ্য নই ।।