লালন ফকীর রচিত গান নং ৪২

আর কতকাল আমায় কাঁদাবি ও রাই কিশোরী ।
আমি তো তোমার চরণের অনুগত ভিখারী ।।
ও রাই তোমার জন্য গোলক ছেড়েছি
সকল ছাড়িয়ে মানবদেহ ধরেছি আর কি বাকী আছেরে
এ ভাব করিয়ে স্মরণ তুমি দাওহে চরণ আপাততঃ প্রাণ শীতল করি ।।
বনে বনে ধেনু চরায় কে বা রাই
তোমার চন্দ্রবদন হেরিবো মনে অন্য আশা নাই ঐরুপ জাগে যখন অন্তরে
তখন উদাস মনে ঘুরি বনে বনে আবার মুগ্ধমনে বাজাই বাঁশরী ।।
তোমার পদে সব সপেছি কী আর বাকী রেখেছি
নিজহাতে দাসখত লিখ দিয়েছি তাইতে বলি তোমারে
লালন ভনে ললিতা বিশাখা বিহনে তুই তারে পায় ধরালি প্যারী ।।