লালন ফকীর রচিত গান নং ৪৫

আর কি গৌর আসবে ফিরে ।
মানুষ ভজে যে যা করে গৌরচাঁদ গিয়েছে সেরে ।।
একবার এসে এই নদীয়ায় মানুষরুপে হয়ে উদয় ।
প্রেম বিলালে যথা তথায় গেলেন প্রভু নিজপুরে ।।
চারযুগের ভজনাদি বেদেতে রাখিয়া বিধি ।
বেদের নিগূঢ় রসপন্তি সঁপে গেলেন শ্রীরুপেরে ।।
আর কি আসবে অদ্বৈত গোসাই আনবে গৌর এই নদীয়ায় ।
লালন বলে সে দয়াময় কে জানিবে এ সংসারে ।।