লালন ফকীর রচিত গান নং ৩৯

আর কি আসবে সেই কেলে শশী এই গোকুলে ।
তারে চেনেনা গোকুলবাসী কী ভোলে ।।
ননীচোরা বলে অমনি করে বাঁধে নন্দরাণী ।
নানারুপ অপমানি করিলে ।।
অনাদির আদি গোবিন্দ তারে রাখাল বানায় নন্দ ।
আরো রাখালগণ তার স্কন্ধে চড়িলে ।।
হারালে চায় পেলে লয়না ভবজীবের ভ্রান্তি যায়না ।
লালন কয় দৃষ্ট হয়না এই নরলীলে ।।