আর আমায় বলিসনারে শ্রীদাম ব্রজের কথা ।
যার কারণ পেয়েছিরে ভাই প্রাণ ব্যাথা ।।
ছিলো মনের তিনটি বাঞ্ছা
নদীয়ায় সাধবো আছে ইচ্ছা প্রেমঋণে গাথা
সেই কারণে নদে ভুবনে জাগে হৃদয়লতা ।।
ছিদামরে ভাই বলি তোরে
ফিরে যা ভাই আপন ঘরে কে বোঝে এই প্রাণে ব্যাথা
মনের কথা প্রাণের ব্যাথা বলবোনা তা ।।
যার কারণে বইরে বাদা
শোন বলিরে ছিদাম দাদা ও সে নন্দপিতা
তাই ভেবে বলছে লালন ধন্যরে যশোদা ।।