লালন ফকীর রচিত গান নং ৪১

আর আমার কালার কথা বলোনা ।
ঠেকে শিখলাম কালারুপ আর হেরবো না ।।
যেমন ও কালা ওর মনও কালা
ওর প্রেমের এই শিক্ষে বেড়ায় ব্যাঞ্জন চেখে লজ্জা করে না ।।
এক মন কয় জায়গায় বিকায়
লজ্জায় মরে যাই অমন প্রেম আর করবো না ।।
যেমন চন্দ্রাবলি তেমন রাখাল অলি থাকে দুজনা
শুনে রাধার বোল লালনের বোল সরেনা ।।