লালন ফকীর রচিত গান নং ১০৫

আপন খবর না যদি হয় ।
যার অন্ত নাই তার খবর কে পায় ।।
আত্মারুপে কেবা ভাণ্ডে করে সেবা ।
দেখো দেখো যেবা হও মহাশয় ।।
কে বা চালায় হারে কে বা চলে ফেরে
কে বা জাগে ধড়ে কে বা ঘুমায় ।।
অন্য আনমনা ছাড়ো মনরে আত্মতত্ব ঢেড়ো
লালন বলে তীর্থ ব্রতের কার্য নয় ।।