আন্ধাবাজি ধান্ধায় পড়ে আন্দাজি করলি সাধন ।
কোন সাধনায় পাবি পরম ধন ।।
ভোগ দিয়ে ভগবান পেলে আল্লা পাইতি শিরনি তে ।
মক্কায় গিয়ে পেলে খোদা ফিরতি না খালি হাতে ।।
গয়া কাশী বৃন্দাবনে পেলে হরি ফিরতো নারে ।
খ্রীস্টান গীর্জাঘরে পেলে ঈশ্বর ভুলতো নারে ।।
নগদ পাওয়া দূরের কথা বাকীতে শুধু যায় জীবন ।।
ফকীর লালন বলে লুটাও গুরুর চরণতলে
পাবি সে ধন নিরঞ্জন ।।