লালন ফকীর রচিত গান নং ১১৪

আমি কি সাধনে পাই গো তারে ।
ব্রহ্মা বিষ্ণু ধ্যানে পায়না যারে ।।
স্বর্ণশিখরে যার নির্জন গুহা স্বরুপে সেহি চাঁদের আভা ।
আভা ধরতে চাই হাতে নাহি পাই কী রুপে সে রুপ যায়গো সরে ।।
পড়ে শাস্ত্রাভাষ কেহ কেহ কয় পঞ্চতত্ব হলে সেই তারে পায় ।
পঞ্চতত্বের ঘর সেও তো অন্ধকার নিরপেক্ষ রয় দেখো বিচারে ।।
গুরুপদে যদি হইতো মরণ তবে সফল হইতো জনম ।
অধীন লালন বলে ওরে মন আমার ভাগ্যে তাও ঘটলোনারে ।।