আমি কার ছায়ায় দাড়াই বলো ।
হায়রে বিধি মোর কপালে কি ইহাই ছিলো ।।
কালার রুপে নয়ন দিয়ে প্রেমানলে মলাম জ্বলে ।
ওরে বিধি একী হলো আমার কাঁনতে কাঁনতে জনম গেলো ।।
জগতে হয় যত ব্যাধী নিদানে হয় তাহার বিধি ।
আমার এ ব্যাধীর নাই আর ঔষধি প্রাণের বন্ধু কোথায় রইলো ।।
প্রাণের মানুষ কোথায় লুকালো আর আমার লাগেনা ভালো
আমার দেহলতা দিনে দিনে শুকাইলো
ফকীর লালন বলে রাধার কপাল ভালো ।।