লালন ফকীর রচিত গান নং ১০৭

আমি বলি তোরে মন গুরুর চরণ কররে ভজন ।
গুরুর চরণ পরম রতন করোরে সাধন ।।
মায়াতে মত্ত হলে গুরুর চরণ না চিনলে ।
সত্য পথ হারালে খোয়াবে গুরুবস্তুধন ।।
ত্রিবিনের তীরধারে মীনরুপে সাঁই বিরাজ করে ।
কেমন করে ধরবি তারে ওরে অবুঝ মন ।।
মহতের সঙ্গ ধরো কামের ঘরে কপাট মারো ।
লালন ভনে সে রুপ দরশনে পাবিরে পরশরতন ।।