লালন ফকীর রচিত গান নং ১১৮

আমি বাধি কোন মোহনা ।
আমার দেহনদীর বেগ গেলোনা ।।
নদীতে আমার আশা করি মাঝখানে সাঁপের হাড়ি কুমিড়েরই থানা ।
ছয় কুমিড়েই যুক্তি করে ঐ নদীতে দিচ্ছে হানা ।।
কালিদার পূর্ব ঘাটে তিননালে এক ফুল ফোটে সে ফুল তুলতে যেয়োনা ।
সে ফুল তোলার আশায় ছয়জনার গোল গেলোনা ।।
বেযোগেতে স্নান করিতে যায়
সে তো মানুষ মরা খায় সে ঘাটের সন্ধি জানে না ।
লালন কয় সে ঘাটে ইন্দ্রিয় রিপু আমি তারে চিনিনা ।।