আমায় চরণছাড়া করোনা হে দয়াল হরি ।।
পাপ করি পামরা বটে দোহাই দিই তোমারই ।।
চরণের যোগ্য মন নয় তথাপি মন ঐ রাঙাচরণ চায় ।
দয়াল চাঁদের দয়া হলে যেতো অসুসারই ।।
অনিত্য সুখেতে সর্বঠাই তাই দিয়ে জীব ভোলাও গোসাই ।
চরণ দিতে তবে কেন করোহে চাতুরি ।।
ক্ষমো অধীন দাসের অপরাধ শীতল চরণ দাওহে দীননাথ ।
লালন বলে ঘুরাইয়োনা হে মায়াকারী ।।