আমারে জল সেচায় জল মানেনা এই ভাঙ্গা নায় ।
একমালা জল সেচতে গেলে তিনমালা যোগায় চালায় ।।
আগা নায়ে মন মনুরায় বসে বসে চুকুম খেলায় ।
আমার দশা তলা ফাঁসা জলসেচি আর গুদরী গড়াই ।।
ছুতোর ব্যাটার কারসাজিতে মানবতরীর ছাদ আটা নাই ।
নৌকার আশেপাশে তক্তা ভালো মেজেল কাঠ গড়েছে তলায় ।।
মহাজনের অমূল্যধন মারা গেলে ডাকিনী জোলায় ।
লালন কয় কী জানি হয় শেষকালে নিকাশের বেলায় ।।