আমার মনের মানুষ নাই যে দেশে সে দেশে আর কেমনে থাকি ।
সখী এ দেশেতে ঝরে আমার আঁখি ।।
দেশের লোকের মন ভালোনা কৃষ্ণের কথা কইতে দেয়না ।
সদাই আমার মন উতালা ঘরে মন কেমনে রাখি ।।
জানো নারে প্রাণগোবিন্দ আমার হইলো কপাল মন্দ ।
প্রাণ করছে উড়ু উড়ু হায় কি করি ।
লালন বলে আপন ভুলে পলাম পরের চোখই ।।