লালন ফকীর রচিত গান নং ২৭

আমার ঘরখানায় কে বিরাজ করে ।
জনমভরে একদিনও তারে দেখলাম নারে ।।
নড়েচড়ে ঈশান কোণে দেখতে পাইনে এই নয়নে ।
হাতের কাছে যার ভবের হাট বাজার ধরতে গেলে হাতে পাইনে তারে ।।
সবে বলে প্রাণপাখি শুনে চুপি চেপে থাকি ।
জল কি হুতাশন মাটি কি পবন কেউ বলেনা আমায় নির্ণয় করে ।।
আপন ঘরের খবর হয়না বাঞ্ছা করি পরকে চেনা ।
লালন বলে পর বলিতে পরমেশ্বর সে কী রুপ আমি কী রুপরে ।।