আমার আপন খবর নাহিরে কেবল বাউল নাম ধরি ।
বেদ বেদান্তে নাই যার উল কেবল শুদ্ধনামে মশগুল জগতভরি ।।
খবরদার কারে বলা যায় কীসে হয় খবরদারী ।
আপনার আপনি যে জেনেছে বাউলের উল সে পেয়েছে সেই হুশিয়ারই ।।
কত মুনি ঋষি যোগী সন্ন্যাসী খবর পায়না তারই ।
আউলবাউলের আত্মতত্ব ভজন আমি লালন পশুর চলন কেমনে ধরি ।।