আল্লা সে আল্লা বলে ডাকছে সদাই করে ফকীরি ।
জানলে তার ফিকির ফাকার তারই এবার হয় ফকীরি ।।
আত্মারুপের পরিচয় নাই যার পড়লে কি যায় মনের অন্ধকার ।
আবার আত্মারুপে কর্তা হয়ে হও বিচারী ।।
কোরাণে কালুল্লায় কুল্লে শাইন মোহিত লেখা যায় ।
আল জবানের খবর জেনে হও হুশিয়ারী ।।
বেদ পড়ে ভেদ পেতো যদি সবে গুরুগৌরব থাকতোনা ভবে ।
লালন ভনে তাই না জেনে গোলমাল করি ।।