আজো করছে সাঁই ব্রহ্মাণ্ডে অপার লীলে ।
নৈরাকারে ভেসেছিলো যেরুপ হালে ।।
নৈরাকারের গম্ভু ভারী আমি কি তাই বুঝতে পারি ।
কিঞ্চিত প্রমাণ তারই শুনি সমকূলে ।।
অবিম্বু উথলিয়ে নীর হয়েছিলো নিরাকার ।
ডিম্বরুপ হয়গো তার সৃষ্টির ছলে ।।
আত্মতত্ব আপনি ফানা মিছে করি পড়াশোনা ।
লালন বলে যাবে জানা আপনার আপনি চিনিলে ।।