লালন ফকীর রচিত গান নং ৮৪

আজগুবি বৈরাগ্যলীলা দেখতে পাই ।
হাতবানানো চুল দাড়িজট কোন ভাবুকের ভাবরে ভাই ।।
যাত্রাদলেতে দেখি বেশ করিয়ে হয়রে যোগী ।
এসব দেখি জাল বৈরাগী বাসায় গেলে কিছুই নাই ।।
সাধু কি দরবেশের তরে ভক্তিকে ভর্ৎসনা করে ।
কী দেখে বেহাল পরে বললে কিছু শুনতে পাই ।।
না জানি এই কলির শেষে আর কত ঢং যে উঠবে দেশে ।
লালন বলে মোর দিন গিয়েছে যে বাঁচবে সে দেখবে ভাই ।।