আজ ব্রজপুরে কোন পথে যাই ওরে বলেরে তাই ।
আমার সাথের সাথী আর কেহ নাই ওরে কেহই নাই ।।
কোথা রাধে কোথা কৃষ্ণধন কোথারে তার সব সখীগণ ।
আর কতদিনে চলিলে সে চরণ পাই ।।
যার লেগে মুড়ি এহি মাথা তারে পেলে যায় মনের ব্যাথা ।
কী সাধনে সে চরণে পাবি ঠাই ।।
তোরা যত স্বরুপগণেতে বর দে গো কৃষ্ণচরণ পাই যাতে ।
অধীন লালন বলে কৃষ্ণ লীলের অন্ত নাই ।।