আজ বাতাস বুঝে ভাসাওরে তরী ।
তেঘাটা ত্রিবিনে বড়ো তোড়তুফান ভারী ।।
একে অসার কাষ্ঠের নাও তাতে বিষ বদহাওয়াও ।
কু প্যাচে কু পাকে পলে জীবনে মরি ।।
মহাজনের ধন এনে ডুবালি সেই ত্রিবিনে ।
মাড়ুয়া বাদীর মতন যাবি ধরা পাড়ি ।।
কতশত মহাশয় সেই নদীতে মারা যায় ।
লালন বলে বুঝবো এবার মন তোর মাঝিগিরি ।।