লালন ফকীর রচিত গান নং ৭৩

আজ আমি নূরের খবর বলি শোনরে মন ।
পাক নূরে হয় নবী পয়দা খাক নূরেতে আদমতন ।।
এগারো কারেতে শুনি সপ্তম দিনের মানে ।
চাররঙ ধরে দিনরজণী করলাম কারের বিবরণ ।।
না ছিলো আসমানজমি দিনরজণী আলকে হয় একা গনি ।
তার নূরে হয় মা জননী তার সাথে হলো মিলন ।।
দক্ষিণ দ্বারে গঠিলেন সাঁই নামটি তার স্বরুপ বাজার ।
সে বাজারে বেচাকেনা করে এ নয়জন ।
লালন বলে তোলাদারী খোদে খোদা মহাজন ।।