লালন ফকীর রচিত গান নং ৭৫

আজ আমি জানতে এলাম সাধু তোমার দ্বারে ।
কোন নূরে হয় নবী পয়দা আদম হয় কোন নূরে ।।
অন্ধকার ধন্ধকার কুওকার নিরাকার আকার সাকার দীপ্তকারে ।
এহি তো সপ্তম কারে সাঁইজি আমারে ।।
সৃষ্টি করে নবীজিরে পাঠালেন তারে দ্বীন জারিতে ।
না ছিলো আসমান যমীন পবনপানি দিনরজণী আল্লা ছিলো কোন কারে ।।
আল্লা ছিলো একা সঙ্গে নাহি ছিলো সখা ।
কার সঙ্গে হলো দেখা ঘুরে ফিরে ।।
আরো এগারো কার ছিলো জানলে সাধু তার খবর বলো ।
লালন বলে না বলিলে ছাড়বোনা তোমারে ।।