আগে তুই না জেনে মন দিনে নয়ন করিহে মানা ।
নয়ন দিলে যারা জন্মের মত আর ফিরে আসবেনা ।।
নেবার বেলায় কত সন্ধি নিয়ে করে কপাট বন্দি ফিরে দেখায় না ।
তোর মত ভোলানি সন্ধি জগতে কেউ জানেনা ।।
দেখেছি তার রাঙাচরণ না দেখেই ভুলেছিলো মন করে বন্দনা ।
লালন বলে এ রাঙাচরণ আমার ভাগ্যে হইলোনা ।।