আগে শরীয়ত জানো বুদ্ধি শান্ত করে ।
রোজা আর নামাজ শরীয়তের কাজ আসল শরীয়ত বলছো কারে ।।
কলেমা নামাজ রোযা হজ্জ যাকাত
তাই করিলে কি হয় শরীয়ত বলো শরা কবুল করো রে ।
ভাবে বোঝা যায় কলেমা শরীয়ত নয় শরীয়তের অর্থ থাকতে পারে ।।
বেইমান বেলিল্লা জনা শরীয়তের আঁক বোঝেনা শুধু মুখে তোড় ধরে ।
চিনতো যদি আঁক করতোনা অদেখা নিয়ত
থাকতোনা কভু বরজোখ ছেড়ে ।।
শরীয়তের গম্ভু ভারী
যে যা করে সেই ফল তারই হয়ে আখেরে ।
লালন বলে মোর বুদ্ধিহীন অন্তর মারি মূলে লাগে ডালের পরে ।।