আগে কপাট মারো কামের ঘরে ।
মানুষ ঝলক দেবে রুপ নিহারে ।।
হাওয়া ধরো অগ্নি স্থির করো যাতে মরিলে বাঁচিতে পারো ।
মরণের আগে মরো দেখে শমন যাক ফিরে ।।
বারে বারে করিয়ে মানা লীলাবাসে আর যেওনা ।
রেখো তেজের ঘর তেজিয়ান সাধোরে মন সচেতন করে ।।
জানো নারে মন পারাহীন দর্পণ যাতে হয়না শ্রীরুপ দর্শন ।
অতি বিনয় করে বলছে লালন থাকো হুশিয়ারে ।।