লালন ফকীর রচিত গান নং ১০১

আগে কে জানে গো এমন হবে ।
গৌরপ্রেম করে আমার কূলমান যাবে ।।
ছিলাম কূলের কূলবালা প্রেমফাঁসে বাঁধলো গলা ।
টানলে তো আর না যায় খোলা বললে কে বোঝে ।।
যা হবার তাই হলো আমার সেসব কথায় কি ফল আর ।
জল খেয়ে জাতের বিচার করলে কি হবে ।।
এখন আমি এই বর চাই যাতে মজলাম তাই যেন পাই ।
লালন বলে কুল বালাই গেলো ভবে ।।