লালন ফকীর রচিত গান নং ৭২

আগে জানো নারে মন বাজি হারাইলে পতন
লজ্জায় মরণ শেষে কাঁদলে কী আর হয় ।
খেলা খেলে মন খেলাড়ু ভাবিয়ে শ্রীগুরু অধোপথে যেন না মারা যায় ।।
এই দেশেতে যত জুয়াচোরের খেলা
টোটকায় দিলে ফটকায় ফেলে ওরে মনভোলা
তাই বলি মন তোমারে খেলা খেলো হুশিয়ারে নয়নে নয়ন বাঁধিয়ে সদাই ।।
চোরের সঙ্গে খাটে কোনো ধর্মদাড়া
হাতের অস্ত্র কভু করোনা হাতছাড়া
তাই অনুরাগের অস্ত্র ধরে দুষ্ট দমন করে স্বদেশে গমন করোরে ত্বরায় ।।
চুয়ানি বাঁধিয়ে খেলে যেজনা
সাধ্য কার আছে তার অঙ্গে দেয় হানা
লালন বলে আমি তিনতেরো না জানি বাজি সেরে যাওয়া ভার হলোরে আমার ।।