আগে জানলে তোর ভাঙা নায়ে চড়তাম না ।
ওরে দূরদেশে পাড়ি ধরতাম না ।।
ছিলো সোনার দাড় একখান পবনের বৈঠা ময়ূরপঙ্খী নায়ে ।
গলুইতে ছিলো ফুল তোলা গহনা চন্দ্র সূর্য তারা জোছনা ।।
ছমছম কলকল দরিয়াতে ওঠে ঢেউ ঐ মাতঙ্গ তুফান দেখে কেউ ।
দিয়োনা পাড়ি করণ দরিয়ায় নাউ ডুবিলে উপায় কি জানোনা ।।
ছিদ্র ছিলো বুঝি নায়ের মাঝখানে উঠলো পানি ভরে নায়ে তুফানে তুফানে ।
যদি যেত জানা নায়ের ছিদ্র আছে গোপনে
লালন বলে তাহলে নায়ে চড়তাম না ।।