আদিকালে আদমগণ একেক জায়গায় করতেন ভ্রমণ ।
ভিন্ন আচার ভিন্ন বিচার তাইতে সৃষ্টি হয় ।।
জানতোনা কেউ কারো খবর ছিলোনা এমন কলির জবর ।
একেক দেশে ক্রমে ক্রমে শেষে গোত্র প্রকাশ পায় ।।
জ্ঞানী দিগ্বিজয়ী হলো নানারুপ দেখতে পেলো ।
দেখে নানারুপ সব হলো বেওকুফ এরুপে জাতির পরিচয় ।।
খগোল ভুগোল নাহি জানতো যার যার কথা সেই বলতো ।
লালন বলে কলিকালে জাত বাঁচানো বিষম দায় ।।